• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে মৃত কুকুরের দাফন নিয়ে তুলকালাম

মৃত কুকুরের দাফন করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে। জমি নিয়ে দুই সহোদরের বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করতে মৃত কুকুর দাফন করে কালা যাদু করা হয়েছে বলে অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী।

উপজেলার শেখেরকুড়া গ্রামের আব্দুল খালেক ও আব্দুস সাত্তার পরস্পর সহোদর। বড় ভাই সাত্তারের সাথে ছোট ভাই খালেক ও অন্য ছোট ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে ছোট ভাই খালেক ঢাকায় বসবাস করেন। ফলে তার বসতবাড়ি জনমানবহীন পতিত পড়ে থাকে। গত শুক্রবার খালেক এর বাড়িতে তার বোন লাকড়ি কুড়াতে এসে পরিত্যক্ত মাটির ঘরের বারান্দার সামনে কবরের মতো মাটি ভরাট দেখতে পান। এ নিয়ে সন্দেহ তৈরি হলে খবর দেওয়া হয় ঢাকায় বসবাসকারী খালেককে। খবর পেয়ে খালেক ও পরিবারের লোকজন বাড়ি আসে।

কবরের রহস্য নিয়ে কথাবার্তার একপর্যায়ে প্রতিবেশি ও বড় সাত্তার মৃত কুকুর দাফন করেছেন বলে জানান। আর এতেই শুরু হয় তুলকালাম। ত্রিপল নাইনে ফোন করে পুলিশ ডেকে খোঁড়া হয় কবরের মতো ওই জায়গা। বের করা হয় পুরনো-ফেলনা কাপড় ও জাল দিয়ে পেচানো কুকুরের অর্ধগলিত মরদেহ।

অভিযোগ তোলা হয়, ছোট ভাই খালেককে মেরে ফেলতে বড় ভাই সাত্তার কুকুর মেরে পুঁতে রেখে কালা যাদু করেছেন। এ নিয়ে রীতিমতো পারিবারিক ঝগড়া বাঁধে। শুরু হয় তুলকালাম। পুলিশ ছাড়াও গণমাধ্যমকর্মী এবং শতশত মানুষ ভির জমান ওই বাড়িতে।

এদিকে কালা যাদু করা হয়েছে বলে সন্দেহ করায় পারস্পরিক ঝগড়া-বিবাদের ফলে নিজের জানমালের নিরাপত্তা চেয়ে বড় ভাই সাত্তারের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন ছোট ভাই খালেক।
তবে বড় ভাই সাত্তার কালা যাদুর অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ছোট ভাইয়ের বারান্দায় মরা কুকুর পঁচে দূর্ঘন্ধ ছড়ানোয় তিনি বারান্দার সামনেই তা পুঁঁতে রাখেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুলার পাশে মাটিচাপা দেয়া কুকুরটি অন্যত্র সরানোর ব্যবস্থা করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।