• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ী এলাকার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রাম থেকে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারী রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। পরে আজ বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশারফ হোসেন (২৬) ও সদর উপজেলার মুন্সিরচর গ্রামের সাইফুল ইসলাম (২৫) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে মূল্যবান বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচার উদ্দেশ্যে তিন ব্যক্তি একত্রিত হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালায়।

এসময় মনির হোসেন, মোশারফ হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তক্ষক উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত তিন কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।