• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে ইজারা বর্হিভুত স্থানে বালু উত্তোলণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ইজারা বর্হিভুত স্থানে অবৈধভাবে বালু উত্তোলণ করার দায়ে মিলন মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মিলন রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকার বালু মহালে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট হেলেনা পারভীন।

সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর ইজারা বর্হিভুত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এতে নদীতীর ভাঙ্গণসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। তাই জনস্বার্থে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট হেলেনা পারভীন। এসময় মিলন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণের ৩ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।