• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে নির্বাচনী কলহের জেরে আহত ব্যক্তির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে উপনির্বাচনের কলহ ও পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত এমদাদুল হক মিলনের (৪২) মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

নিহত এমদাদুল হক মিলন ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকার পাড়ার আবুল কাশেমের ছেলে। হামলার ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে। ওই ঘটনায় আরও চারজন আহত হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে– ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকার পাড়ার আব্দুস সালামের ছেলে মঞ্জুরুল হক বেবিন, নজরুল ইসলাম ও চান মিয়ার ছেলে সাদা মিয়া।

পুলিশ জানায়, গত ৯ মার্চ ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বারের মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সুরুজ আলী ও বাহাদুর মিয়া প্রতিদ্বন্ধীতা তৈরি করে। নির্বাচনে মেম্বার নির্বাচিত হন সুরুজ আলী। তাঁর সন্দেহ নিহত এমদাদুল হক মিলনরা তাঁকে ভোট দেয়নি। তাই জেদে সাইন্ডবক্স বাজিয়ে তাঁদের বিব্রত করে সুরুজ আলী মেম্বারের লোকজন। এর প্রতিবাদ করলে সেই দফায় মারামারিতে এমদাদুল হক মিলনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিল। এরপর মিলন ও তাঁর ভাইয়েরা কাজে ঢাকায় চলে যায়। তাঁরা ঈদ উপলক্ষে বাড়ি আসলে সুরুজ মেম্বারের লোকজন তাঁদের ওপর হামলা করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে বুধবার রাতে উপজেলার তেতুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মঞ্জুরুল হক বেবিনের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী এমদাদুল হক মিলনের ওপর হামলা চালায়। এসময় তাঁকে বাঁচাতে এসে ইয়াজাদ, শাহজাদা, হাশর আলী ও শিশু নিবোক আহত হয়। পরে আহত মিলনসহ অন্যদের প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা হাসপাতালে এবং মিলনসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মিলনের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও ১২জনকে অজ্ঞাতনামা আসামি করে ২৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘আদার সেকশনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। ইতোমধ্যে আমরা এ ঘটনার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।