• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গারো পাহাড়ে দুই শতাধিক বাইকারের মিলন মেলা

‘পারস্পরিক উষ্ণ আতিথ্য ও ভালোবাসায় এগিয়ে যাবো আমরা’ এ স্লোগান নিয়ে শেরপুরে দুই শতাধিক বাইকারের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে শেরপুর জেলার সাতটি বাইকার গ্রুপ এ মিলন মেলার আয়োজন করে।

এই মিলন মেলায় অংশগ্রহণ করেন- বাইকার্স অব শেরপুর (বস্), নালিতাবাড়ি বাইকার্স কমিউনিটি (এনবিসি), শেরপুর রাইডার্স, শেরপুর বাইক রাইডার ক্লাব (এসবিআরসি), শেরপুর বাইকার্স কমিউনিটি (এসবিসি), ইয়ামাহা রাইডার্স ক্লাব শেরপুর, বিডি বাইক হান্টারর্স (বিবিএইচ) গ্রুপ।

এতে অতিথি হিসেবে ছিলেন মোটর সাইকেলে বিভিন্ন জেলা ও স্থান ভ্রমনকারী মানবাধিকার কর্মী ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, এডভোকেট মো. আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সেলিম রেজা, রাইডার্স বিডি গ্রুপের এডমিন মো. জুয়েল রানা।

বাইকার আল-আমিন রাজু বলেন, আমরা সারাবছর শখের বশে দেশ-বিদেশে নানা জায়গায় ভ্রমণ করিদেশের প্রায় সকল বাইকারদের আমরা ফেসবুক টুইটার-ইন্সট্রগ্রামে ফলো করি বা কেউ আমাদের করে। কিন্তু সামনাসামনি আমাদের খুব একটা দেখা হয় না। এই উৎসবের মধ্য দিয়ে আমরা এক সঙ্গে একত্রিত হতে পারি। এটা খুবই আনন্দদায়ক।

আয়োজক সদস্য ফয়জুল হাসান ও সুলতান মাহমুদ জানান, শেরপুরে বাইকারদের সাতটি গ্রুপ দেশের বিভিন্ন স্থানে ভ্রমন করে থাকেন। এই ভ্রমনকারীদেন একত্রে করার উদ্দেশ্যে এই মিলন মেলার আয়োজন করা হয়। অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে সারাদেশের কয়েক হাজার বাইকারদের অংশগ্রহণে আরও একটি মিলন মেলা আয়োজন করার পরিকল্পনা চলেছে বলে জানান তারা।

এবার মিলন মেলায় এই সাতটি গ্রুপের দুই শতাধিক বাইকার দেশের বিভিন্ন স্থানে মোটরবাইক ভ্রমনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া বাইকাররা নিরাপদে মোটর সাইকেল ভ্রমন সম্পর্কে নানান পরামর্শ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।