• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গাজীপুরে হদি আদিবাসী হত্যার বিচারের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

গাজীপুরে শ্রীপুরে নিরাপত্তা প্রহরী জীবন বিশ্বাস নামে এক হদি আদিবাসী হত্যার বিচারের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধনের করেছে বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি।

২০ ফেব্রুয়ারি রবিবার সকালে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শেরপুর, নালিতাবাড়ী, হালুয়াঘাট, ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি লিটন দেবসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশানমশ কুমার সিংহের সঞ্চালনায় জীবন বিশ্বাস হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানবন্ধনে সংহতি জানান বাংলাদেশ আদিবাসী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল হাজং, বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল মনসুর এবং নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন সরকার।

মানববন্ধনে নিহত জীবন বিশ্বাসের ছোট ভাই এবং মামলার বাদী সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে সাত ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার ধনুয়া উত্তর পাড়ার আবেদ আলীর ভাড়া বাসায় রুমমেট শফিকুল আলম জয় কর্তৃক ছুরির নির্মম আঘাতে জীবন চন্দ্র বিশ্বাস (২৮) নামে একজন হদি আদিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা প্রহরী হত্যার শিকার হয়।

এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্ত ব্যক্তি শফিকুল আলম জয়কে আসামী করে শ্রীপুর থানায় নিহত জীবনের ছোটভাই সুমন চন্দ্র বিশ্বাসের এজাহারে একটি মামলা গ্রহণ করা হয়। মামলা নং ২৫ শ্রীপুর থানা, ১৩/০২/২০২২ ধারা ৩০২। ঘটনার পর থেকে আসামী জয় পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।