• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

উৎসবমুখর পরিবেশে নালিতাবাড়ী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি সোহেল, সম্পাদক মনির

উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত ওই কমিটির সভাপতি হয়েছেন প্রথম আলোর উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর জেলা প্রতিনিধি এবং বাংলার কাগজ প্রকাশক-সম্পাদক মনিরুল ইসলাম মনির।

বিকেলে বিদায়ী কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এম এ হাকাম হীরার সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হয়। এরপর সাধারণ অধিবেশনে নবগঠিত উর্ধ্বতন পরিষদ ও নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের পরিচালনায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়। যথাক্রমে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী হন।

পরে গোপন ব্যালটের মাধ্যমে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লাল মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু পেয়েছেন ৮ ভোট। অন্য প্রার্থী বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দফতর ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান মঞ্জু। কার্যকরী পরিষদের তিন সদস্য উর্ধতন পরিষদ কর্তৃক পরবর্তী সময়ে মনোনীত করা হবে।

নির্বাচনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুৃ বক্কর সিদ্দিক বাক্কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।