বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১৯ শে আগস্ট শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালী ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে। রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালেয় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।
এসময় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, আক্রামুজ্জামান রাহাত সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় মাহমুদুল হক রুবেল বলেন, এ দেশে খুনি হাসিনা লুটপাট আর দূর্নীতি করে সব শেষ করে দিয়েছে। সব সেক্টর ধ্বংস করে গেছে। উন্নয়নের নামে সাগরচুরি করেছে। আমরা এসব দূর্ণীতির দ্রুত বিচার দাবী করছি। আলহাজ্ব হযরত আলী বলেন, আমরা খুনি হাসিনাসহ সকল খুনিদের বিচার দাবী করছি। গণহত্যার জন্য তাকে ফাসিঁতে ঝুলাতে হবে। আওয়ামীলীগ একটি সন্ত্রাসী সংগঠন কাজেই এ দেশ থেকে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি।
শেরপুরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল