দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের পর্যটন পণ্য ও সেবার উন্নয়নে সরকার কাজ করছে। বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্পন্ন হলে বাংলাদেশ পর্যটন শিল্প নতুন যুগে প্রবেশ করবে। বাংলাদেশ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে পরিণত হবে।
বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি হিসেবে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের কর্মশালা সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদ্যমান পর্যটন কেন্দ্রের পাশাপাশি সম্ভাবনাময় নতুন অনেক পর্যটন কেন্দ্র ত্রিশালে কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ঐতিহাসিক বটতলা ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়, শশি লজ, আলেকজান্দ্র ক্যাসেল, মুক্তাগাছা জমিদার বাড়ি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটারিক্যাল গার্ডেন, সন্তোষপুর রাবার বাগান, ব্রহ্মপূত্র নদ, হাওর, গজনী, মধুটিলা, মায়াবি লেক, নাঁকুগাও স্থলবন্দর, লাউচাপড়া, গারো পাহাড়সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিকমানের উপযোগী করে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনায় অন্তর্ভূক্তি করে তা বাস্তবায়নের জন্য জোরালো সুপারিশ করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনেয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম নাজেম, ট্যুরিজম বোর্ডের উপ-সচিব সাইফুল হাসান, এলজিইডি ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কামরুল আহসান, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদ, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পূলক কান্তি চক্রবর্তী, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহরমান, নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব উল আহসান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ, ট্যুরিস্ট পুলিশের এএসপি কৃষ্ণ কুমার সরকার, টোয়াব পরিচালক ইয়াজদানী কোরায়শী কাজল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, আখালিয়া ট্যুরস পরিচালক আব্দুল কাদের মুন্না, লুইস ভিলেজ রিসোর্টের এমডি মোঃ আতিকুল ইসলাম লুইস প্রমূখ।
পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভাগের প্রত্যেক জেলার জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন।
বক্তারা বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে ২০ বছর মেয়াদী এ মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করবে বিদেশি সংস্থা আইপিই গেøাবাল। প্রথম পর্যায়ে বিশ্লেষণ করা হবে দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, এর শক্তি কতটুকু, দুর্বলতা কোথায়, সম্ভাবনা কেমন, কোন ধরনের সংকট রয়েছে। দ্বিতীয় পর্যায়ে নির্ধারণ করা হবে বাংলাদেশের পর্যটনের ভিশন, মিশন, স্ট্র্যাটেজিক অবজেক্টিভস, প্রায়োরিটিস এবং লিংকেজ। তৃতীয় পর্যায়ে জোন বা এরিয়া নির্দিষ্ট করে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা প্রস্তুত করা হবে।
বক্তারা বলেন, পর্যটনের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ দরকার । এছাড়া অবকাঠামোসহ উন্নত যোগাযোগ ও সেবা দরকার, যা বাংলাদেশে নেই। পর্যটকদের আগমন পদ্ধতি যতো সহজ হবে, এই খাত ততো বেশি বিকাশিত হবে। পর্যটন এখন শুধু পর্যটন নয়, কর্মসংস্থান সৃষ্টিরও বড় সুযোগ। পর্যটনের বিকাশ হলে শুধু শহর নয়, দেশের সব জেলায় কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব বিষয় মাথায় রেখেই মহাপরিকল্পনা প্রণয়ণের সুপারিশ করেন।