• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে হ্রাস পাচ্ছে পানি : চরম দূর্ভোগ, মৃত্যু বেড়ে ৮ বন্যার্তদের পাশে শেরপুর জেলা বিএনপি দুর্গা পূজায় মোংলার ৩২ মন্দিরে নৌবাহিনীর নিরাপত্তা জোরদার নালিতাবাড়ীতে ৭৫০ বন্যার্তের বাড়ি বাড়ি শুকনো খাবার পৌঁছে দিল বিএনপির নেতাকর্মীরা শেরপুর সদরসহ নতুন করে আরও ৬ ইউনিয়ন প্লাবিত শেরপুরে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি ত্রাণ বগুড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২ বন্ধুর মৃত্যু, আহত ৫ খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলস্ এর হাজী সম্মেলন অনুষ্ঠিত চট্রগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন ৪৮ নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

মঞ্চে উঠে গায়ক নোবেলের ‘অসংলগ্ন’ আচরণ, দর্শকদের জুতা নিক্ষেপ

ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে বারবার এসেছেন সংবাদের শিরোনামে। কখনো স্ত্রীর সঙ্গে ঝামেলা, আবার কখনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে উদ্ভট মন্তব্য করে অনেকবার সমালোচিত হয়েছেন। সম্প্রতি নিজের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে জানিয়ে মাদককে দায়ী করেন নোবেল।
এ মন্তব্যের পর এবার মঞ্চে গান পরিবেশনা করতে গিয়ে মাতলামি ও ‘অসংলগ্ন আচরণ’ করতে দেখা গেল তাকে।

গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীত পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয় নোবেলকে। স্থানীয়রা জানান, ওই দিন রাত ৯টার দিকে মঞ্চে গান পরিবেশনার কথা ছিল নোবেলের। কিন্তু সে মঞ্চে উঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করেন। মাতলামি করতে করতে বসে পড়েন।

এসময় মঞ্চে এমন অসংলগ্ন উচ্ছৃঙ্খল আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। একপর্যায়ে তারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন গায়ক নোবেলকে। পরে আয়োজক কর্তৃপক্ষ মঞ্চে থেকে সরিয়ে নেয় তাকে।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায়, মঞ্চে উঠে নোবেল প্রথমে তাঁর চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম। এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ। ’ এরপর তিনি তাঁর চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, ‘আমার চশমা কই। ’ পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন।

সেখানে নোবেলকে মাতলামো করা ছাড়াও মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙচুর করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।