• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বন্যার আপডেট : শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি: দূর্ভোগের মধ্যেই বাড়ি ফিরেছে মানুষ, মৃত্যু-১২ শেরপুরের বন্যার্তদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক টীম পাঠাবে ড্যাব- ডা: আব্দুস সেলিম মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৮ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী আটক মোংলা বন্দর দিয়ে ৮০ শতাংশ গাড়ি আমদানিতে বাড়ছে রাজস্ব আয় টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক সম্প্রীতির বন্ধনে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে- বগুড়া জেলা প্রশাসক মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনী দেশীয় অস্ত্রসহ কোস্টগার্ডের হাতে ধরা পড়ল তিন ডাকাত ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বন্যার্তের পাশে ৩০ তম বিসিএস প্রশাসন ক্যাডার

দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী

মনির হোসেন: মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ সেপ্টেম্বর রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রবিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট।

অভিযানে প্রায় ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাঁড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানারকম সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে উল্লিখিত মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।