জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জে উন্নতি প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী পাট চাষীদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পাট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার।এ সময় বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ ।প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৮৬ জন পাট উৎপাদনকারী পাট চাষী অংশ গ্রহণ করেন।পাট চাষীরা জানান, তারা যে প্রশিক্ষণ পেয়েছেন তা কাজে লাগাবেন।ভবিষ্যতে তারা পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে এধরণের প্রশিক্ষণের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।