মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ আগস্ট) এক বার্তায় এ অভিনন্দন জানান শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের সকল জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
বার্তায় শেখ হাসিনা বলেন, এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। উল্লেখ্য, মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে বুধবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদের বুকে অবতরণ করেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে প্রথম দেশ হিসেবে ইতিহাসে নাম লেখায় তারা। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদে যাত্রা শুরু করে ভারত।