লেখক: মো. সেলিম হোসেন
কলম সৈনিক সাংবাদিক আর আছে যতো জার্নালিস্ট,
বুদ্ধিজীবী নামের মাঝে তাদের নামই প্রথম লিস্ট।
জাতির সেবায় নিবেদিত থাকে সদায় তাদের প্রাণ,
সঠিকভাবে দেশ চালনা বহুলাংশেই তাদের দান।
অকুতোভয় সাংবাদিক দল বাঁচা মরার ঝুঁকি নেয়,
কালোবাজার, জুয়াচোরের ঘৃণ্য মুখোশ খুলে দেয়।
দেশের ক্ষতি করতে যারা অসৎ চিন্তায় রত রয়,
সঠিক সংবাদ প্রকাশ করে তাদের চিন্তার করে ক্ষয়।
দেশদ্রোহী আর সন্ত্রাসীদের গোপন খবর করে ফাঁস,
কলমের ধার দিয়ে তাঁরা সকল মন্দের করে নাশ।
রাজনীতি আর অর্থনীতির চলতি খবর যত রয়,
কলম হাতে সাংবাদিকগণ জনগণের পক্ষে কয়।
কৃষি, শিক্ষা, আবহাওয়া, যোগাযোগ আর বানিজ্য,
সকল ক্ষেত্রে তাদের কলম খবর নিয়ে অগ্রে রয়।
দেশ বিদেশের সকল খবর তাদের জন্য নিত্য পাই,
তাদের মতো ত্যাগী সৈনিক দেশে বলো কোথায় পাই?
দায়িত্ব ভার কাধে নিয়ে পিছে রাখে আপনজন,
সত্য জয়ের নেশায় পাগল থাকে সদায় তাদের মন।
ন্যায়ের কলম হাতে নিয়ে ঘুরে বেড়ায় সারা দেশ,
অকুতোভয় সৈনিক তাঁরা থাকবে তাদের বিজয় বেশ।