যেখানেই কেউ বঞ্চিত সেখানেই অধিকার আদায়ের জন্য হাজির সাহসি যোদ্ধা ছানোয়ার হোসেন। ২০১০ সালে দাখিল, ২০১২ সালে এইচএসসি, ২০১৮ সালে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্মান ও ২০১৯ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ছাত্র হিসেবেও সে মেধাবী। রাজনৈতিক কারণেই চাকরিও জুটেনি তার। ২০১০ সাল থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার সংগ্রাম শুরু।
এরপর থেকেই হয়রানি মূলক মামলা, হয়রানি অব্যহত আছে। কিন্তু কোন কিছুতেই তাকে দমাতে পারেনি। এবছরেও শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছেন প্রতিটি কর্মসূচিতে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই এই বীর যোদ্ধা প্রশংসায় ভাসছে তার নিজ বাড়ি শেরপুর জেলা শহরের মোবারকপুর আখের বাজার এলাকায়।
এ ব্যাপার ব্যবসায়ি নেতা সফিকুল ইসলাম জানান, ছানোয়ার হোসেন একজন বিপ্লবী নেতা। তিনি একজন বীর যোদ্ধা। আমরা গর্ভিত তার জন্য। মিলন মিয়া জানান, ছানোয়ার আমাদের অহংকার। এলাকার মানুষের সুখেদুখে পাশে পাই তাকে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে একজন যোদ্ধা সে। আমরা তার শুভকামনা করছি।
ছানোয়ার হোসেন বলেন, আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেইনা। এবারের আন্দোলনটা ছিলো দেশের মানুষের প্রানের দাবী আদায়ের আন্দোলন। আমি এই আন্দোলনে অংশ নিতে পেরে গর্ভিত। আমি বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে ঢাকায় এসেছিলাম। আমার এক মামাকে বলে এসেছিলাম, আমি মারা গেলে আমার বাবা মাকে দেখার জন্য। আমি আমাদের যে সকল বীর যোদ্ধাগণ শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমি নিজেও অল্পের জন্যে বেঁচে যাই।